নোয়াখালীতে অস্ত্রসহ দুজন আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/17/photo-1479359522.jpg)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার রাতে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন আবদুল্লাহ আল হৃদয় ও আনোয়ার হোসেন।
র্যাবের ভাষ্য, আবদুল্লাহ আল হৃদয় তাঁর নামে গঠিত একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। আনোয়ার হোসেন সেই বাহিনীর সদস্য। তাঁদের কাছ থেকে দুটি দেশি পিস্তল, দুটি শটগান, গুলি, ১৬টি বোমা, দুটি চাপাতি ও চারটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১-এর কমান্ডিং অফিসার মেজর আশরাফ জানান, গতকাল সারা রাত অভিযান চালিয়ে সিরাজপুর ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।