মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালাগঙ্গা ওরফে খোকন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, এ ঘটনায় উপপরিদর্শকসহ (এসআই) তাঁদের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বীনদত্ত ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এসআই কৃষ্ণপদ ও কনস্টেবল মিনহাজ।
পুলিশের দাবি, নিহত খোকন ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, তিনটি কার্তুজ ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। খোকনের বাড়ি মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া এলাকায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে শহরের কলেজ মোড় থেকে খোকনকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। দ্বীনদত্ত ব্রিজের কাছে গেলে খোকনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন খোকন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আহসান হাবীব জানান, খোকনের নামে মেহেরপুর সদর থানায় হত্যা ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। আহত তিন পুলিশ সদস্য স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান ওসি।