লক্ষ্মীপুরে যুবককে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদরের দুর্গাপুর গ্রামে বাবর হোসেন (২৩) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বাবর পূর্ব দীঘলি গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন বলে দাবি করেছেন সদর উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ হাফিজুল।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় দীঘলি বাজার থেকে দুর্বৃত্তরা বাবরকে ডেকে দুর্গাপুর নিয়ে যায়। পরে সেখানকার একটি ঘরে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তারা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি বলেন, ইয়াবা ও মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে বাবর খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।