চট্টগ্রামে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতানের সামনে ব্যবসায়ীরা এসব কর্মসূচি পালন করেন।
কর্মসূচি চলাকালে মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল খালেক ও সংগঠনের উপদেষ্টা আবদুল মোতালেব বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে ব্যবসায়ীদের ওপর আরোপিত প্যাকেজ ভ্যাট ২৮ হাজারের জায়গায় আগের মতো ১৪ হাজার টাকা বহাল রাখার দাবি জানান।