কালাইয়ে বাস উল্টে আহত ২৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/24/photo-1480002707.jpg)
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা নামক স্থানে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে আজ বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ছবি : এনটিভি
জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা নামক স্থানে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৩টার দিকে পুনট পাঁচপাইকা নামক স্থানে পৌঁছলে বাসটির সামনের এক্সেল ভেঙে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২৩ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং তিনজনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।