নীলফামারীতে প্রতারণা মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/24/photo-1480000388.jpg)
নীলফামারীর জলঢাকা উপজেলায় এক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহমেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০১১ সালে মাদ্রাসায় বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহমেদ আলম ও তাঁর বাবা অধ্যক্ষ মনছুর আলী কয়েকজনের কাছ থেকে প্রায় ছয় লাখ ৪৫ হাজার টাকা নেন। কিন্তু টাকা নিয়েও তাদের চাকরি দিতে পারেননি। এরপর ওই ব্যক্তিরা টাকা ফেরত চাইলে তা দিতে টালবাহানা করেন অধ্যক্ষ ও তাঁর বাবা।
এ ঘটনায় চাকরিপ্রত্যাশী মৃণাল কান্তি নামের এক ব্যক্তি নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে প্রতারণার মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, ওই অধ্যক্ষের নামে প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।