ডোমারে জমির সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/25/photo-1480058803.jpg)
নীলফামারীর ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামে জমির সীমানা নিয়ে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন—মৌজাপাঙ্গা গ্রামের ফজলুল হক (৪৮), তাঁর স্ত্রী লাজিনা বেগম (৪০), ছেলে মোসাদ্দেক রহমান (১৯) ও নিকটাত্মীয় আবু হাসান (২৬)।
পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ও এলাকাবাসী জানান, গতকাল বিকেলে ওই এলাকার বাচ্চু মামুদের ছেলে সাইদুর রহমান ও তাঁর প্রতিবেশী হোসেন আলীর ছেলে দুলাল হোসেনের মধ্যে জমির সীমানা নিয়ে হাতাহাতি হয়। এ সময় ফজলুল হকের ছেলে মোসাদ্দেক তাঁদের মধ্যের ঝগড়া থামাতে যান।
এতে সাইদুর রহমান ক্ষিপ্ত হয়ে তাঁর সাঙ্গপাঙ্গোদের নিয়ে মোসাদ্দেক রহমানের ওপর চড়াও হয়ে তাঁকে আহত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত তাঁর মা লাজিনা বেগম মোসাদ্দেককে উদ্ধার করতে গেলে সাইদুরের কোদালের আঘাতে গুরুতর আহত হন তিনি। এরপর দুই পক্ষের সংঘর্ষে ফজলু, ছেলে মোসাদ্দেক ও নিকটাত্মীয় আবু হোসেন আহত হন। আহত তিনজনই এখন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী।