মাগুরায় বিএনপি-জামায়াতের চার কর্মী আটক
মাগুরায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। আটক চারজন হলেন—জামায়াত সমর্থক আইনজীবী শফিকুল ইসলাম, বিএনপিকর্মী মাগুরা সদরের বেঙ্গাবেরইল গ্রামের সিদ্দিক হোসেন, আবদুল মাজেদ ও লক্ষ্মীপুর জগদল গ্রামের আজিজুর রহমান।
তবে আটক আইনজীবী শফিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছে তার পরিবার।