সভাপতি আ.লীগের, সাধারণ সম্পাদক বিএনপির
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ৮টি পদে ও বিএনপি সমর্থক আইনজীবীরা ৯টি পদে জয়ী হয়েছেন।
শনিবার জয়পুরহাট আইনজীবী ভবনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নৃপেন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় দৈনিক মায়ের আঁচল পত্রিকার প্রকাশক ও সম্পাদক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে’র শাহানুর রহমান শাহীন।
নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি, একটি সহ সভাপতি, আপ্যায়ন,ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক ও নিরীক্ষা সম্পাদক পদ সহ মোট ৮টি পদে জয়ী হয় আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’। অন্যদিকে একটি সহ-সভাপতি, যুগ্ম সাধারন সম্পাদক,অর্থ সম্পাদক ,গ্রন্থাগার সম্পাদক,প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ ৯টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
প্রাথমিক ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন- সভাপতি পদে নৃপেন্দ্রনাথ মন্ডল, সহ সভাপতি পদে অজিত চন্দ্র মন্ডল ও আবু তাহের সরদার, সাধারণ সম্পাদক পদে শাহানুর রহমান শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক পদে শহীদুল ইসলাম,অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ)আবু হেনা মোঃ মোজাহিদুল ইসলাম রাজু, গ্রন্থাগার সম্পাদক পদে হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নূর আলম মল্লিক, আপ্যায়ন, ক্রীড়া ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে স্বপন কুমার তালুকদার, নিরীক্ষা সম্পাদক পদে খলিলুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে ফজলুর রহমান তালুকদার, মামুন কবির লাবু, মাহবুব আনোয়ার ফারুকী (রাঙ্গা),আবু তালেব মন্ডল, শাহিনুর রেজা বানু শানু ও নাসিমুস সাকলাইন টিটো।
কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামীলীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের মাসুম রব্বানী মন্ডল ও মুর্শিদা বেগম সমান সংখ্যক ভোট পাওয়ায় এই দুই প্রাথীর মধ্যে পরবর্তীতে চুড়ান্ত ভাবে বিজয়ী হিসেবে একজনের নাম ঘোষনা করা হবে বলে জানান সংশ্লিষ্ট নির্বাচন কমিশন। জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।