সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/22/photo-1432290509.jpg)
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে ট্রাক খাদে পড়ে দুজন ও ভোরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে আরেকটি ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি মিনি ট্রাক বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কোনাবাড়ী মফিজ মোড়ে পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পাঁচজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাক হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নাননগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আহতদের বনপাড়া বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।