চান্দিনায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পালকী সিনেমা হলের সামনে ট্রাকের চাপায় জাকির হোসেন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জাকির হোসেনের বাড়ি কুমিল্লার গৌরীপুরে বলে জানা গেছে। তিনি পরিবার নিয়ে চান্দিনায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফ এনটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে কুমিল্লামুখী একটি লিচুবোঝাই ট্রাক চান্দিনা পালকী সিনেমা হলের সামনে রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই রিকশার চালক নিহত হন। তিনি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যান। পরে পুলিশ নিহত ব্যক্তির লাশ ও ট্রাকটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।