জয়পুরহাট চিনিকলে বিস্ফোরণে দগ্ধ ৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/02/photo-1480689132.jpg)
জয়পুরহাট সুগার মিলে বয়লারের ‘স্টিম লাইন’ বিস্ফোরিত হয়ে গরম পানিতে চারজন দগ্ধ হয়েছে। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল বলেন, ‘বয়লারের স্টিম লাইন বিস্ফোরিত হয়ে ওই ঘটনা ঘটে। ওই পাইপ দিয়ে গরম পানি প্রবাহিত হয়। গরম পানিতেই দগ্ধ হয়েছে ওই চারজন।’
দগ্ধ হয়েছেন ওই চিনিকলের উপসহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া। অন্যরা হচ্ছেন ফায়ারম্যান নাজমুল হোসেন, লুৎফুর রহমান এবং ফিটার আবদুল হান্নান। এর মধ্যে শাহজাহান কিবরিয়া ও নাজমুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে লুৎফর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর আবদুল হান্নান জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল আরো জানান, আগামী ৯ ডিসেম্বর জয়পুরহাট সুগার মিলস লিমিটেডে আখ মাড়াই শুরু হবে। এরই প্রস্তুতি হিসেবে কারখানায় আজ বিকেলে পাঁচ-ছয়জনের একটি দল বয়লারের স্টিম লাইন পরীক্ষা করছিলেন। এরই একপর্যায়ে হঠাৎ স্টিম লাইনের পাইপের জয়েন্টের বালব ফেটে যায়। আর এ কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আর ওই পাইপে থাকা গরম পানিতে দগ্ধ হন চারজন।