বরগুনা জেলা পরিষদে চেয়ারম্যান হচ্ছেন আ. লীগের দেলোয়ার
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে চেয়ারম্যান পদে একজন এবং সদস্য পদে পাঁচজনের মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন অফিস।
এদিকে, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মূল হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায় জাপা-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাফরুল হাসান ফরহাদের মনোনয়ন বাতিল করা হয়।
একই সময়ে মনোনয়নপত্রের সঙ্গে চালানের কপি সংযুক্ত না থাকায় ১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী আফরোজ সুলতানা আঁখি ও ঋণখেলাপির দায়ে আসমা আক্তার, আয়কর জমার রসিদ না থাকায় ৭ নম্বর ওয়ার্ডে এইচ শাহজাহান কবির ও ১৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন এবং ঋণখেলাপির দায়ে ৫ নম্বর ওয়ার্ডে এম মারুফ রেজার মনোনয়ন বাতিল করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম জানান, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী জাফরুল হাসান ফরহাদের মূল হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে, মনোনয়ন বাতিল হওয়ার পর দুপুরেই বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী বরগুনা জেলা জাপার সভাপতি ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদ। এ সময় তিনি বলেন, অনিচ্ছাকৃত সামান্য ভুলকে কেন্দ্র করে অবৈধভাবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ব্যাপারে তিনি আপিল করবেন।
এ ছাড়া মনোনয়ন বাতিল হওয়ায় সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী আফরোজ সুলতানা আঁখিও আপিল করবেন বলে জানিয়েছেন।