কোনাবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/24/photo-1432449698.jpg)
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
urgentPhoto
আজ রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোরে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বড় ট্রাককে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগামী মিনি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মিনি ট্রাকের চালক, হেলপার ও এক শিশু নিহত হয়। এ ঘটনায় ট্রাকের আরো দুই যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার বেলা ৩টার দিকে একই মহাসড়কের সীমান্তবাজারে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন নিহত ও ৪৪ জন আহত হয়।