নীলফামারীতে জামায়াত আমির, সাংবাদিক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/05/photo-1480956404.jpg)
নীলফামারী জলঢাকা উপজেলা জামায়াতের আমির প্রভাষক সাবের আলী, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা কামারুজ্জামানসহ পাঁচ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রাম থেকে এ পাঁচজনকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন কাঁঠালী ইউনিয়ন জামায়াতের আমির রাশেদুজ্জামান, জামায়াত নেতা জামিয়ার রহমান ও মাওলানা আকবর আলী।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতরা ওই স্থানে নাশকতামূলক গোপন বৈঠক করছিলেন।
তবে জলঢাকা উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল গনি বলেন, সেখানে নাশকতা সৃষ্টির কোনো বৈঠক চলছিল না। উপজেলা জামায়াতের শুরা সদস্য নির্বাচনের জন্য রুকনদের ভোট গ্রহণ করার সময় পুলিশ তাঁদের আটক করে।