মানবতাবিরোধী অপরাধ : মহেশখালীতে আরেকজন গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে শামসুদ্দোহা (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জানান, গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার ভোরে নিজ বাড়ি থেকে শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা গ্রামের মৌলভী নুরুল ইসলাম, মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার মৌলভী ওসমান গনি ও মহুরী ডেইল এলাকার মো. জিন্নাহ আলী এবং হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া থেকে শুক্রবার বাদশা মিয়া মেম্বার (৬৫) নামে চার যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। আজ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এ ছাড়া গত ২ মার্চ ছালামত উল্লাহ খান ও আবদুর রশিদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ট্রাইব্যুনাল তাঁদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।