সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিণী এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুভাষিণী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চম্পা দাস (১৮) ও জেলেখা খাতুন ওরফে জিলি (৪৫)। তাঁদের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটার বড়বিলা ও যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি গ্রামে। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তিনি স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে। তিনি পেশায় একজন গামছা বিক্রেতা বলেও জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, সকালে সুভাষিণী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে। এ সময় রাস্তার উত্তর পাশে খাদে পড়ে বাসটি ডুবে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।