জয়পুরহাটে শেষ হলো মানবাধিকার নাট্যোৎসব
‘নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি- সব দেশে সব কালে তিনি মানুষের জ্ঞাতি’- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার এ আহ্বানকে প্রতিপাদ্য করে জয়পুরহাটে শেষ হলো দুই দিনব্যাপী ‘মানবাধিকার নাট্য উৎসব’।
গতকাল সোমবার রাতে এ উৎসব শেষ হয়েছে।
প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ জয়পুরহাট জেলা শাখা এ নাট্য উৎসবের আয়োজন করে। শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা. আবুল কাশেম ময়দানের শহীদ বেদীতে এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক নাট্যজন অধ্যাপক মাসুদ চৌধুরী। উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আমির জামান।
এবার উৎসবে জয়পুরহাটের শাস্ত্রীয় সংগীতের প্রবাদপুরুষ ওস্তাদ রুহুল কুদ্দুসকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। উৎসবে আলোচনা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।