বরগুনায় জাটকা জব্দ, আটক ১৮ জেলে
বরগুনায় চারটি ট্রলারসহ ১৫ হাজার জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রলারে থাকা ১৮ জেলেকেও আটক করা হয়।
গতকাল শনিবার রাতে বঙ্গোপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জাটকাসহ জেলেদের আটক করে পাথরঘাটা থানা পুলিশ।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বেশ কিছু দিন ধরেই বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ জাল দিয়ে জাটকা শিকার করছে বেশ কিছু অসাধু জেলে। জাটকা শিকার রোধে এবং অসাধু জেলেদের আটক করতে শনিবার রাতভর বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালায় পুলিশ।’
মোস্তফা চৌধুরী আরো বলেন, অভিযান চলাকালে এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর-২, এফবি আসলাম নামের চারটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার জাটকা জব্দ করে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বলেন, ‘আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে এবং জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বণ্টন করে দেওয়া হবে।’