মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/14/photo-1481725982.jpg)
মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আজ বুধবার কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। ছবি : এনটিভি
মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মানুষ।
আজ বুধবার দুপুর ২টায় দৌলতপুর উপজেলার আল্লার দরগা হাইস্কুল মাঠে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা সামসুল হুদা, মুফতি মাহফুজুর রহমান, আল্লার দরগা হাইস্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামান চৌধুরী লোটন প্রমুখ।
সমাবেশে বক্তারা মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে আল্লার দরগা বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে ইসলামিয়া ইদ্রিস আলী মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।