এনটিভি চেয়ারম্যানের মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
আজ রোববার বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করতে সরকার অ্যাটকো সভাপতি মোসাদ্দেক আলীসহ বিভিন্ন গণমাধ্যমের মালিক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। দেশের গণমাধ্যমের স্বাধীনতা আজ হুমকির মুখে। অবিলম্বে এনটিভির চেয়ারম্যান ও একুশে টিভির চেয়ারম্যানসহ গণমাধ্যমের কর্ণধারদের মুক্তির দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, জ্বালাও-পোড়াও এবং মামলা-হামলায় দেশের জনগণ আজ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক মিনারুল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সেলিম চৌধুরী, বান্দরবান টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি উজ্জ্বল তঞ্চঙ্গ্যাসহ গণমাধ্যমের কর্মীরা।