শিশু আ. রহমান বাঁচতে চায়, প্রয়োজন ২৫ লাখ টাকা

ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু আবদুর রহমানকে (৫) বাঁচাতে এগিয়ে আসুন। শিশুটি র্বতমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানসার বিভাগে ভর্তি আছে। যার ওয়ার্ড নম্বর-২০৯ বি, বেড নম্বর-০৩।শিশুটির চিকিৎসার জন্য ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন। তার বাবা শফিকুর রহমান (ভ্যানে করে আতর-টুপি বিক্রেতা) ও মা কহিনূর আক্তার পুরান ঢাকার ‘খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসা’র শিক্ষিকা।আবদুর রহমানের জীবন বাঁচাতে সমাজের...