বান্দরবানে ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেলে এসব অস্ত্র উদ্ধার করে বিজিবি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের সীমান্তবর্তী ক্যাংগার বিল এলাকায় পাহাড়ের অরণ্যে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারি চক্রের একটি আস্তানা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজিবি-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, সীমান্ত সুরক্ষা এবং অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত আছে। নিয়মিত টহলের একটি দল অভিযান চালিয়ে তিনটি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করেছে। অস্ত্র ও সরঞ্জামগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।