দিনাজপুর সদরে পুকুরে ডুবে ২ শিশুসহ মায়ের মৃত্যু
দিনাজপুরে সদরে পুকুরে ডুবে দুই ছেলে সন্তানসহ মায়ে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ জুন) সন্ধ্যা আগে আগে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের (ভবাই নগর) চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আজ দুপুরের কোনো এক সময়ে তারা পুকুরে ডুবে মারা যায়।
নিহত মা হলেন চুনিয়াপাড়া এলাকার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী দেবনাথ (২৮) এবং তাঁর দুই সন্তান গৌতম দেবনাথ (৮) ও প্রিতম দেবনাথ (৩)।
স্থানীয়রা জানিয়েছে, দুপুরের অষ্টমী দেবনাথ বাড়ির পাশের একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য গিয়েছিলেন। এ সময় দুই সন্তানও তাঁর সঙ্গে যায়। একপর্যায়ে দুই সন্তান পুকুরের পানিতে গোসল করার সময় ডুবে গেলে তাদের বাঁচাতে মা পুকুরে ঝাঁপ দেন। এ সময় তিনিও ডুবে যান। পরে তারা তিনজনই পুকুরে পানিতে ডুবে মারা যান। সন্ধ্যার একটু আগে স্থানীয় একজন ওই পুকুরপাড়ে গেলে দুই সন্তানের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার-চেচামেচি শুরু করলে স্থানীয়রা এসে দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। কিছুক্ষণ পরে তাদের মায়েরও মরদেহ ভেসে উঠে। তখন মরদেহও উদ্ধার করা হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করা হয়।
শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী বলেন, ‘মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে। হয়তো কোনো কাজে পুকুরে মা ও তার দুই শিশু গিয়েছিল। প্রচণ্ড গরমে পুকুরে গোসল করতে গিয়ে এটি হতে পারে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সংবাদ পাওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।