মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/07/n-ganj-electric-shock-2-deat.jpg)
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইলে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মা-ছেলের মরদেহ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইলে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় ফতুল্লার ভোলাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ছালেহা বেগম ও তার ছেলে আবদুর রহিম।
ছালেহার ছোট ছেলে আব্দুল জব্বার জানান, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময় বোন মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর মা ও ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাঁদের দ্রুত উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।