রাজধানীতে জামায়াতের সমাবেশ শুরু
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতে ইসলামির নেতাকর্মীদের মুক্তি ও দমন-পীড়নের প্রতিবাদে রাজধানী রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জামায়াত ইসলামীর সমাবেশে শুরু হয়েছে। আজ শনিবার (১০ জুন) দুপুর ২টার দিকে জামায়াতের ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আ. হালিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আ. রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দীন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আ. জব্বার, ঢাকা মহানগরীর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আ. মান্নান উপস্থিত রয়েছেন।
সমাবেশে অংশ নিতে রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল থেকেই জড়ো হতে শুরু করে দলটির নেতা-কর্মীরা। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে মিলনায়তন। বাইরেও হাজারও নেতা-কর্মী অবস্থান করছেন।