স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে এনআইডি কার্যক্রম, মন্ত্রিসভায় খসড়ার অনুমোদন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজটি নির্বাচন কমিশনের (ইসি) পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে চলে যাচ্ছে। এ সংক্রান্ত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের খসড়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
আজ সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবিত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘গত বছরের ১০ অক্টোবর এ আইনটি মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাচাই শেষে আজ আবার এটি পেশ করা হলে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেয়।’
আইনের খসড়া তুলে ধরে সচিব আরও বলেন, ‘আমাদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন পরিচালিত হবে। তাদের এই সংক্রান্ত একটা অফিস থাকবে। অফিসে একজন নিবন্ধক থাকবে এবং নিবন্ধকের মাধ্যমে এই কাজটি করা হবে। এই জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার তা সরকার দেবে।’
সচিব বলেন, ‘একটি শিশু জন্মের পরপরই নাগরিক সনদ বা একটি নম্বর দেওয়া হবে। এটা কোনো সময় পরিবর্তন করা যাবে না। ১৮ বছরের ঊর্ধ্বের নাগরিকরা ভোটার তালিকায় নাম ওঠে। এটি নির্বাচন কমিশন প্রণয়ন করে। যেসব নাগরিকের এনআইডি থাকবে তাদের মধ্য থেকে ১৮ বছর বা এরচেয়ে বেশি বয়সের নাগরিকদের নিয়ে নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করবে।’