টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
টাঙ্গাইলের ধনবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। ধনবাড়ি উপজেলার বাজিদপুর এলাকায় আজ রোববার (২৫ জুন) দুপুরে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দুই কিশোর নিহত হয়।
তারা হলো- ধনবাড়ি উপজেলার পচনখালি গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) এবং একই গ্রামের আয়নাল হকের ছেলে অন্তর (১৬)।
স্থানীয়রা জানায়, ধনবাড়ির বাহিদপুর এলাকায় দুপুর ১২টার দিকে প্রচণ্ড গতিতে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় পথিমধ্যে হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন দৌড়ে এসে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।