আ.লীগের সমাবেশে যোগ দিতে ঢাকার পথে সাবেক মেয়র জাহাঙ্গীর
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের ডাকা ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে ২৫০ গাড়ির বিশাল বহর নিয়ে গাজীপুর থেকে রওনা হয়েছেন সাবেক সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।
আজ বুধবার (১২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘দলের (আওয়ামী লীগের) শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমাকে লোকজন নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে যেতে বলা হয়েছে। আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দেব। এতে বাস, মিনিবাস, ট্রাকসহ ২৫০টি গাড়ি আছে। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেকে ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন।’
এদিকে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের নেতৃত্বেও নেতাকর্মীরা ঢাকার সমাবেশে যোগ দেবেন। এ বিষয়ে আজমত উল্লাহ খান বলেন, ‘গাজীপুর মহানগর থেকে প্রায় ১০ হাজার দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় যাব।’
আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।