আদালতে হাতকড়া বাবার, কোলে যেতে আয়েশার কান্না
দুই বছরের শিশু আয়শা। সে আইন-আদালত বোঝে না, আইনজীবী বা পুলিশও বোঝে না। সে চায় বাবার আদর, স্নেহ, ভালবাসা। এমনই এক ঘটনায় আজ ঢাকার আদালত প্রাঙ্গণে সব বাধাকে সরিয়ে যেন জয় হলো ভালবাসার।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মুজাহিদুল ইসলামের আদালতে শিশু আয়েশার বাবা সুমনকে পুলিশ মাদক মামলায় হাজির করে। সে সময় বাবার হাতে ছিল হাতকড়া ও ছিল পুলিশের কড়া পাহারা। শিশু আয়েশা ওর মায়ের সঙ্গে আদালতে হাজির হয়। বাবাকে কাঠগড়ায় দেখার সাথে সাথে চিৎকার করে কাঁদতে থাকে। বাবার কোলে উঠবে সে। কিন্তু বাধ সাধে আইন। আইনের কারণে বন্দি আসামির কাছে কেউ যেতে পারবে না। কিন্তু বাবার কাছে যাওয়ার প্রাণান্ত চেষ্টা করে আয়েশা। সে সময় বাধা দেয় পুলিশ। পরে আয়েশার কান্নার কাছে পুলিশও হার মানে।
আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইকে বলেন, ‘আজ বিকেলে আদালতে বিচারক ওঠার আগে এ ঘটনা ঘটেছে। আসামিকে আদালতে আনার সময় পুলিশ শিশু আয়েশাকে তার বাবার কাছে যেতে বাধা দেয়। কিন্তু আদালতে উপস্থিত আইনজীবীরা বাবা-মেয়ের এই আবেগঘন ভালবাসার চিত্র দেখতে উদগ্রীব। অনেকের চোখে আসে পানি। অবশেষে পুলিশও আয়েশার ভালবাসার কাছে হার মানে।’