ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযান, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/16/braahmnnbaarriyyaar_bijyyngre_deshiiyy_astr_uddhaar_1.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে দাঙ্গা-হাঙ্গামা রোধে দিনব্যাপী জেলা পুলিশের অভিযান। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গা-হাঙ্গামা রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৬ জুলাই) জেলার বিজয়নগর উপজেলায় বিভিন্ন গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে একাইট্টা ১২টি, বল্লম ৪০টি, টেঁটা আটটি ও বাঁশের লাঠি ১৯০টিসহ মোট ২৫০টির অধিক দেশীয় অস্ত্র।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, পুলিশ সুপারের নির্দেশনায় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল পত্তন ইউনিয়নের শিবির, লক্ষ্মীপুর, লক্ষ্মীমুড়া, মনিপুরসহ বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করা হয়।
ওসি আরও জানান, দাঙ্গা নিয়ন্ত্রণে এবং দেশীয় অস্ত্রের মজুদ রোধে উপজেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে।