সম্পাদকদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে এ বৈঠক হয়।
এ বৈঠকে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সম্পাদক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, দ্য নিউএজের সম্পাদক নুরুল কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদক ইনাম আহমেদ ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বৈঠকের পর দ্য নিউএজের সম্পাদক নুরুল কবির সাংবাদিকদের বলেন, ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক একটি নির্বাচন মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। গণমাধ্যম এ ধরনের একটি নির্বাচনে ভূমিকা রাখবে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে।’
দ্য নিউএজের সম্পাদক বলেন, ‘নির্বাচন ঠিক করতে ইইউকে আমাদের দেশে ভূমিকা রাখতে আসতে হচ্ছে, এটা একজন নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’ এ ছাড়া নির্বাচনের বিষয়ে ইইউ প্রতিনিধদলের প্রতিবেদনে যেন বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয়, সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।