তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভঙ্করের ফাঁকি : স্থানীয় সরকারমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুভঙ্করের ফাঁকি হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘এর ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে সব খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিকভাবেই এটি বাতিল করা হয়েছে।’
আজ শনিবার (২২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি করে। তবে, পৃথিবীর কেউ এতে সম্মতি দেয় না। তারা চায়, একটা দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। বাংলাদেশ আজ শান্তিপূর্ণ দেশ। এ দেশটাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে।’
বিএনপি অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে কুমিল্লার সবগুলো আসনে বিজয়ী হবে।’
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ, পুলিশ সুপার আবদুল মান্নানসহ অনেকে।