পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, পাঁচজনের ফাঁসি
ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ আসামিকে ফাঁসির আদেশ ও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
আজ সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. হাফিজুর রহমান এই আদেশ দেন। এ সময় সব দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন চুন্নু সিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকার আসামিরা একটি মাঠে সংঘবদ্ধ ধর্ষণ করে ওই নারী শ্রমিককে। ঘটনাটি জানাজানি হয়ে যেতে পারে—এমন শঙ্কা থেকে তাঁরা ওই নারী শ্রমিকের গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করে মাঠে ফেলে রাখেন।
পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামি করে নিহত নারীর মা বাদী মধুখালী থানায় মামলা করেন।
মোবাইল কল লিস্টের সূত্র ধরে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট স্বপন পাল বলেন, ‘আমরা আদালতের রায়ে খুশি হয়েছি। বাদীপক্ষ সঠিক বিচার পেয়েছে বলেও জানান তিনি।