আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/26/nator-rab-news-pic.jpg)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমান। ছবি : র্যাব-৫
নাটোরের লালপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর র্যাবকে সঙ্গে নিয়ে নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সরদারপাড়ার পানঘাটা এলাকায় ফসিয়ার রহমান ছদ্মবেশে অবস্থান করছিলেন। তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়ার ছোট খুদরি গ্রামে।
নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় বাঘাপাড়া এলাকায় খুন, অপহরণ, নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় চলতি বছরের ২৫ জুন ফসিয়ার রহমানসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। পরে তাঁকে র্যাব ৬-এর কাছে হস্তান্তর করা হয়।