দুটি তক্ষক ও চাকরিচ্যূত সেনাসদস্যসহ গ্রেপ্তার দুই
নাটোরের বাগাতিপাড়ায় দুটি তক্ষক, সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র, ক্যাপ, সিল এবং চাকরিচ্যুত সেনা সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৬ আগস্ট) বিকেলে বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, আজ বিকেলে মিশ্রিপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে দুটি তক্ষক, বেশ কিছু ওয়াকিটকি, সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র, নানা পদের সেনা কর্মকর্তার সিল, কমব্যাট ক্যাপ উদ্ধার করা হয়। আটক করা হয় চাকরিচ্যুত সেনা সদস্য আনোয়ার হোসেন ও তাঁর সহযোগী বিপ্লব সরদার নামে দুজনকে। কাদিরাবাদ সেনানিবাস সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে চক্রটি প্রতারণাসহ নানা অপকর্মে জড়িত।
ওসি আরও জানান, তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আজ বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উদ্ধার করা তক্ষক বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।