ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে স্বামীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) জেলা ও দায়রা জজ শারমিন নিগারের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির চন্ডিদ্বার খিরনাল গ্রামের আবু তাহেরের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতক রাসেল পলাতক রয়েছে।
আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদন ও নথিপত্র থেকে জানা যায়, ২০১৩ সালে জেলার কুটি ইউনিয়নের রামপুর গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে সুমা আক্তারকে (২৫) বিয়ে করেন রাসেল মিয়া। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে চাপ দিত রাসেল। একপর্যায়ে সুমার ওপর নির্যাতন চালায় ওই স্বামী। পরে, অভিমানে বাবার বাড়ি চলে যায় সুমা।
২০১৫ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় সুমা তার বাবার বাড়িতেই ছিলেন। সেখানে রাসেল এসে এলোপাথাড়ি কুপিয়ে সুমাকে রক্তাক্ত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে, মৃত্যুর আগে সুমা হামলাকারী হিসেবে রাসেলের নাম বলে যান।
ঘটনার পরদিন সুমার বাবা বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বেলাল হোসেন একই বছরের ডিসেম্বরে রাসেলকে দোষী সাব্যস্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।