হত্যাকারী স্বামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
স্ত্রীকে হত্যার প্রায় দেড় মাস চলে গেলেও খুনি স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে স্ত্রী সেলিনা আক্তার হত্যা মামলার আসামি মো. ফখরুল মিয়াকে (ফক্কু মিয়া) গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে আজ রোববার (১৩ আগস্ট) দুপুরে সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেলা ১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত গৃহবধূর বাবা দেলোয়ার হোসেন, মা জোৎস্না আক্তার, মামাতো বোন মুক্তা আক্তার প্রমুখ।
এ সময় মাকে হত্যাকারী বাবার গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধনে নিহত গৃহবধূর শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর সভার সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে আসামি ফখরুল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
জানা গেছে, সদর উপজেলার রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়ায় পারিবারিক কলহের জের ধরে গত ৩০ জুন ফখরুল মিয়া কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে স্ত্রী সেলিনা আক্তারকে।
এ ঘটনায় নিহত সেলিনার ভাই মো. আল আমিন বাদী হয়ে পরের দিন ১ জুলাই সদর মডেল থানায় ফখরুল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ফখরুলের মা জমিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছেলে তার স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেন।
পুলিশ দেড় মাসেও হত্যা মামলার আসামি ফখরুল মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে নিহত সেলিনার বাবা, মা, পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার পর থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।