গুম খুনের বিচার দাবিতে কুষ্টিয়ায় ছাত্রদলের মানববন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পতিত সরকারের গুম-খুনের বিচার দাবি করে কুষ্টিয়ায় মানববন্ধন পালন করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শাখার কয়েকশ ছাত্রদল নেতাকর্মী অংশ নেয়। বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত।
এ সময় বক্তারা গুমের শিকার ছাত্রদল নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তি ও আওয়ামী লীগ ও আইনশৃঙ্খল বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনারও যথাযথ বিচার দাবি করেন।
মানববন্ধনে পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতারা।