সেপ্টেম্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধন : কেসিসি মেয়র
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবেন। সেখান থেকে ভার্চ্যুয়ালি রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে উদ্বোধন করবেন খুলনা-মোংলা রেল লাইনও। আজ বুধবার (২৩ আগস্ট) বিকেলে মোংলার দিগরাজ বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তালুকদার আব্দুল খালেক বলেন, বিএনপি-জামায়াত সরকার মোংলা বন্দরের উন্নয়ন করেনি। ওই আমলে মোংলা বন্দরে শুধু কাশবন আর শিয়ালের বিচরণ ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ড্রেজিং করে মৃত এ বন্দরকে সচল করে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করায় এ বন্দরের শিল্প এলাকায় পাঁচটি সিমেন্ট ফ্যাক্টরি ও ২৩টি এলপিজি ফ্যাক্টরি গড়ে উঠেছে। এখানে ইপিজেড হয়েছে এবং অর্থনৈতিক অঞ্চলের কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী ঐকান্তিকতায় মোংলা বন্দরে সাড়ে ছয় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় পদ্মা সেতু হয়েছে, এতে গতি বেড়েছে মোংলা বন্দরের। এ ছাড়া শেখ হাসিনাই করেছেন রূপসা সেতু ও রবিশালসহ এ অঞ্চলের ১৬টি সেতু। এত উন্নয়নের কারণ একটাই ‘গ্রাম হবে শহর’। আর প্রধানমন্ত্রী তাই করেছেন।
তালুকদার আব্দুল খালেক আরও বলেন, বঙ্গবন্ধু যদি পাকিস্তানের সঙ্গে আপস করতেন তাহলে আমরা এ স্বাধীন দেশ পেতাম না। আপস করলে বঙ্গবন্ধুকে বার বার কারাগারে ও ফাঁসির মঞ্চে যেতে হতো না। আপসহীন এ নেতার ঘোষণায় নয় মাসের যুদ্ধে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। যার অবদান বঙ্গবন্ধুরই। যুদ্ধের সময় মোংলা বন্দরে মাইন পুতে রাখা হয়েছিল, যাতে কোনো জাহাজ আসতে না পারে। এক বছর লেগেছিল সেই মাইন অপসারণে।
ভয়াল গ্রেনেড হামলার ঘটনার বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, রাজাকারের ছেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার বলেছেন, গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াতের নেতারা জড়িত ছিলেন না। ওই গ্রেনেড হামলা হয়েছিল হাওয়া ভবনে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে।
আর আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তালুকদার আব্দুল খালেক বলেন, কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীর অধীনে এবং তাঁর নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। বিদেশিদের ভূগোল পড়ানোতে কোনো কাজ হবে না।
মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সহসভাপতি নিখিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রকাশনা সম্পাদক, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার ও গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সবার মধ্যে খাবার বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।