মানিকগঞ্জে পাটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পল্লিসেবা বাসষ্ট্যান্ড এলাকায় পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এই আগুনে ২০ লাখ টাকার পাটজাত মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, পল্লিসেবা বাসষ্ট্যান্ড এলাকায় পাটের গুদামে ভোরের দিকে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুনে সাটুরিয়া বাজারের পাট ব্যবসায়ী মো. হোসেনের ১১ লাখ টাকার পাট ও পাটজাত পণ্য এবং মনতুষ রাজবংশীর আট লাখ টাকার স্টিল সামগ্রী পুড়ে যায়।
এসব তথ্য নিশ্চিত করে সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুর রহমান বলেন, ‘আমাদের দুটি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের সিগারেটের আগুন থেকেই এর সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি আমরা। তদন্ত চলমান রয়েছে।’