ঢাকা কলেজের আগুন ৪২ মিনিটে নিয়ন্ত্রণে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/29/fire-service_web.jpg)
ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগ অনুষদের ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৩ মিনিটে লাগা আগুন ৪২ মিনিট পর সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ভবনটিতে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
শুক্রবার দিনগত রাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
রাশেদ বিন খালেদ বলেন, ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগ অনুষদের দ্বিতীয় তলার ২০২ নম্বর কক্ষে আগুন লাগে। কক্ষটি গবেষণা ও অফিস কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং তাদের ৪২ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের পুকুরে দুটি টেন বাই টেন পাম্প বসানো হয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। নিরাপত্তার স্বার্থে পুরো কলেজের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। তবে, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া ক্ষতির পরিমাণও তাৎক্ষণিক জানা যায়নি।’