মুন্সীগঞ্জে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগেরহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান চালায়।
অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন এবং উৎপাদনসহ মেয়াদ উত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য উল্লেখ না করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
জরিমানার শিকার প্রতিষ্ঠানগুলো হলো নাগেরহাট বাজারের আদি গিরিধারী মিষ্টান্ন ভাণ্ডার, আল মদিনা সুইটমিট, আদি সুভাষ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার ও সুভাষ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম জানান, অভিযান চলাকালে দেখা যায়, চারটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দধি, রসমালাই তৈরি করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত রসমালাই প্যাকেটে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে লৌহজং থানা পুলিশের একটি দল ও উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক নাজমুল হাসান সহযোগিতা করেন।