ট্রাকচোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ট্রাকচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, গতকাল শনিবার দিনগত গভীর রাতে তাঁদের চুয়াডাঙ্গা ও ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এঁরা ট্রাক চুরি করে টায়ারসহ যন্ত্রাংশ খুলে বিক্রি করে থাকেন। ক্রেতার অভাব নেই তাঁদের। রাতারাতি ক্রেতা জুটে যায়। তাই খোঁজ মেলে না চুরি হওয়া ট্রাকের। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে থেমে যান মালিক। কেউ কেউ বছরের পর বছর অপেক্ষায় থাকেন। গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসে এই তথ্য। এদের কাছ থেকে একটি চুরি হওয়া ট্রাক এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার মোবারকপাড়ার রেজওয়ান হোসেন (২২), আজিমপুর গ্রামের আকাশ মিয়া (২২), মোহাম্মদপুর গ্রামের রিয়াদ হোসেন (২২)। এ ছাড়া ক্রেতা ফরিদপুর জেলার যদুরদিয়া গ্রামের অপূর্ব কর্মকারকে (২২) আটক করেছে পুলিশ।
ওসি জানান, আটক ব্যক্তিরা সুযোগ বুঝে নানা কৌশলে ট্রাক চুরি করে। এঁরা নকল চাবি ব্যবহার করে থাকেন।
গতকাল শনিবার দিনগত গভীর রাতে কালীগঞ্জ উপজেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে একটি ট্রাক চুরি করার সময় রেজওয়ান পুলিশের হাতে ধরা পড়েন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও ফরিদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাকের বিভিন্ন সরঞ্জামাদিসহ অপূর্ব কর্মকার এবং চক্রের অপর দুই সদস্যসহ তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০টি ট্রাক চুরি করে টায়ার ও তেলসহ ফরিদপুর এলাকার অপূর্ব কর্মকারের কাছে বিক্রি করেছেন বলে স্বীকার করেন তাঁরা। ট্রাকগুলো যশোর, ঝিনাইদহ ও কালীগঞ্জ থেকে চুরি করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।