৫৫ কেজি স্বর্ণ চুরিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : ডিবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বিমানবন্দরের কাস্টমসের বাইরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় যেই জড়িত থাকুক, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হারুন।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘সেখান থেকে ফুটেজ গায়েব করা হয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি বলেন, ‘এ ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগে যারা কাস্টমসে দায়িত্ব পালন করেছেন তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। পাশাপাশি গুদামের আশপাশের সিসিটিভি ফুটেজ গায়েব হয়েছে কি-না, সে বিষয়ে আমরা খতিয়ে দেখব।’
ডিবি প্রধান বলেন, ‘কাস্টমসের ঊর্ধ্বতন কেউ এ ঘটনার সঙ্গে জড়িত আছে কি-না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে সে যত বড়ই কর্মকর্তা হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আমরা সেভাবে তদন্ত করছি। ইতোমধ্যে আমরা বেশকিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি। যেগুলো নিয়ে পর্যালোচনা চলছে।’