কেরানীগঞ্জে ‘উন্নয়নের কথা বলি’ শীর্ষক মতবিনিময় সভা
কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের খোলামোড়া বাজারে নৌকা মার্কার নির্বাচনি প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘উন্নয়নের কথা বলি’ শিরোনামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কেরানীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উন্নয়নের স্মার্ট প্রচারণা ১০০ দিনের এই কর্মসূচির অংশ হিসেবে খোলামোড়া বাজারে এদিন ৩৮তম স্মার্ট প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘উন্নয়নের কথা বলি’ সংগঠনের আহ্বায়ক ডা. হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাহিদুল হক। এছাড়া মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ডিজিটালি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাহিদুল হক বলেন, ‘মানুষকে কষ্ট না দিয়ে স্মার্ট প্রচারণার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রতিটি মানুষের কাছে নৌকা মার্কার উন্নয়নের প্রচারণার মাধ্যমে নৌকায় ভোট আহ্বান করা হচ্ছে। আমরা শোক থেকে শক্তি এবং শক্তি থেকে উন্নয়নের প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের স্মার্ট প্রচারণার অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে এই প্রচারণার কর্মসূচি হাতে নিয়েছি। দেশের মানুষ এগিয়ে গেছে, তারা আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য পাচ্ছেন হাতের মুঠোয়। তাই বড় বড় সমাবেশ করে রাস্তা দখল না করে মানুষকে এই সরকারের উন্নয়নের কর্মকাণ্ড প্রচারণার জন্য আধুনিক প্রযুক্তির সহযোগিতা নেওয়া হয়েছে। দেশ আধুনিক হয়েছে, মানুষও আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই উন্নয়নের স্মার্ট প্রচারণা শুরু করা হয়েছে। এতে করে সাধারণ মানুষ এ সরকারের উন্নয়নের উন্নয়নের কর্মকাণ্ড জানতে পারবে।’