মাদকাসক্ত বাবাকে কুপিয়ে খুন করে পলাতক স্কুলছাত্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/11/gazipur-fb.jpg)
গাজীপুরে মাদকাসক্ত বাবার নির্যাতন সইতে না পেরে তাঁকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুন করেছে তার স্কুলপড়ুয়া ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও বাবাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর গাছা থানার উত্তর জাঝর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাজিব হোসেন (৩৮)। তিনি গাছা থানার জাঝর এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। তার অভিযুক্ত ছেলে রায়হান আহমেদ শিশির (১৬) স্থানীয় জাঝর পাবলিক স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।
জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত রাজিব হোসেন মাদকাসক্ত ছিল ও মাদকের ব্যবসা করত। তার বিরুদ্ধে গাছা থানায় দুটি মাদকের মামলা রয়েছে। সে প্রায়শ পরিবারের সদস্যদের মারধর ও নানাভাবে নির্যাতন করত। নেশার টাকার জন্য পরিবারের লোকদের সে অতিষ্ঠ করে তুলেছিল। রোববার সকালে মাদক সেবনের প্রতিবাদ করায় সে তার স্ত্রী রেহানা ও ছেলেকে মারধর করে কোপানোর চেষ্টা করে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ ছেলে শিশির বিকেলে কুড়াল দিয়ে তার ঘুমন্ত বাবাকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এতে গুরুতর আহত হয় রাজিব। তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায়। ঘটনার পর থেকে তার ছেলে পলাতক রয়েছে।
ওসি মো. ইব্রাহিম হোসেন আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও বাবাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।