হিমাগার থেকে প্রশাসনের নির্দেশনায় আলু বিক্রি শুরু
মুন্সীগঞ্জের হিমাগারগুলো থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের তদারকিতে আলু বিক্রি শুরু হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগামী তিন দিনে ৫০ কেজি ওজনের ৫৬ হাজার বস্তা আলু হিমাগার থেকে বের হওয়ার কথা রয়েছে।
নির্দেশনার পর আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার বিভিন্ন হিমাগার থেকে আলু বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে বেশির ভাগ হিমাগারে আলু সরকারিভাবে ২৭ টাকা বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না। ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
এদিকে মুন্সীগঞ্জের খুচরা বাজারে আলু সর্বোচ্চ ৩৭ টাকা কেজি বিক্রির নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর রিপন।
জেলা প্রশাসক জানান, বেঁধে দেওয়া ৩৭ টাকা দরে আলু বিক্রি নিশ্চিত করতে মাঠে তদারকি করবে প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। নির্দেশনা অমান্য করলে জরিমানার মুখে পড়তে হবে বলেও জানান তিনি।