মাদারীপুরে দলিল টেম্পারিংয়ের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/26/untitled-1_0.jpg)
দলিল টেম্পারিংয়ের অভিযোগে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের (সদর) বিচারক অভিজিত চৌধুরী পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ মামলা দায়ের করেন মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার লিটন মোল্লার স্ত্রী নাজমিন আক্তার।
মামলার আসামিরা হলেন—মাদারীপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান, নকলনবিশ দিদার হোসেন ও নিনা আক্তার, দলিল লেখক দিদার হোসেন, সাব রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার বিশ্বদেব দাস ও অফিস সহকারী আলি মিয়া ও মহিষেরচর এলাকার দুলাল মোল্লা।
বাদী পক্ষের আইনজীবী জামিনুর হোসেন মিঠু বলেন, ‘আসামিরা প্রতারণার মাধ্যমে দলিল টেম্পারিং করেছে, যা গুরুতর অপরাধ। তাই ১২ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।’
মামলার বাদীর স্বামী লিটন মোল্লা অভিযোগ করে বলেন, ‘মামলা তুলে নিতে সাব-রেজিস্ট্রার বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন।’
এ বিষয়ে আসামি সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ‘সব অভিযোগ মিথ্যা। আদালতে আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে।’
জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কেউ দোষী প্রমাণিত হলে সাজা হবে। এছাড়া মামলায় আদালত যে রায় দেবেন, সেটাও মেনে নিতে হবে।’