শেরপুরে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/01/sherpur_naurse_news_pic.jpg)
শেরপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা। ছবি : এনটিভি
ইন্টার্নশিপ চলাকালে ভাতার দাবিতে শেরপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা। আজ রোববার (১ অক্টোবর) সকালে জেলা হাসপাতালের ফটকের সামনে অবস্থান ধর্মঘট করে এই কর্মসূচির জানান দিয়েছেন তাঁরা।
অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা জানান, এমবিবিএস, বিএসসি নার্সসহ সব ইন্টার্নি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চলাকালে ভাতার ব্যবস্থা রয়েছে। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের ইন্টার্নশিপ চালুকালে ভাতার কথাও বলা হয়। কিন্তু গত দুই বছর ধরে তাঁরা কোনো ভাতা পাচ্ছেন না। ফলে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
কর্মবিরতিতে ৬০ ইন্টার্নশিপ নার্স ও মিডওয়াইফ অংশ নেন।